সোনাইমোড়ী ডেস্ক: চুয়াডাঙ্গায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার নতুন হাউলী গ্রামে। নিহত শিশুটির নাম আব্দুল্লাহ। নিহত শিশুটির বাবা সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধিকে জানান, আজ সকালে বাড়িতে অন্য শিশুদের সঙ্গে খেলছিল আব্দুল্লাহ। এ সময় হঠাৎ অসাবধানতাবশত কারণে বাড়িতে থাকা বৈদ্যুতিক মিটারের তারে হাত দেয় সে।এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। পরে তার মরদেহ বাড়িতে নেয়া হয়। এঘটনায় দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধিকে জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।