এসএম টিভি ডেস্ক: চুয়াডাঙ্গা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৭৬ জন। একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমণের রেকর্ড এটি। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত ২ হাজার ৫২৩ জন।
এছড়াও গত ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন সাতজন। জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩৮ জন। এ পর্যন্ত জেলায় ৭১ জনের ও জেলার বাইরে ৯ জনের মৃত্যু হয়েছে।