এসএম টিভি ডেস্ক: চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৯ জন ও নতুন করে মৃত্যু হয়েছে ৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৪০৪ জনে ।
জেলা সিভিল সার্জনের কার্যালয় তথ্যসূত্রে জানা গেছে,নতুন আরও ১৩১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ১১ হাজার ৫০০ জনের নমুনা নেওয়া হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে ১০ হাজার ৯২৫ জনের।
বর্তমানে চুয়াডাঙ্গায় মোট করোনা রোগীর সংখ্যা ৪০১ জন। এদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১২১ জন, আলমডাঙ্গা উপজেলার ২৭ জন, দামুড়হুদা উপজেলার ১৬২ জন ও জীবনগর উপজেলার ৮১ জন রয়েছেন।