এসএম টিভি ডেস্ক: চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে আরও ১১৬ জনের ও নতুন করে মৃত্যু ৭ জন।
জেলা সিভিল সার্জনের কার্যালয় তথ্যসূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও কুষ্টিয়া আরটিপিসিআর ল্যাব থেকে ২৩২টি নমুনার ফলাফলে ১১৬ জনের শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯৫৩ জন।
নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৬১, দামুড়হুদায় ১২, আলমডাঙ্গায় ১৪ এবং জীবননগরে ২৯ জন রয়েছেন।
এর আগে বুধবার ২৩ জুন রাতে ৪১ জনের নমুনা পরীক্ষা করে সবাই করোনা পজিটিভ হয়েছে।