এসএম টিভি ডেস্ক:আজ ছুটির দিন হওয়ায় রাজধানীর সড়কগুলোতে লোকজন ও গাড়ির চাপ কম।
১৪ দিনের পর আবারও বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর প্রথম দিন আজ।
আজ সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে এ পরিস্থিতি লক্ষ্য করা গেছে। সরকারি-বেসরকারি অফিস-আদালত বন্ধ থাকায় অন্যদিনের মতো সড়কে মানুষের উপস্থিতি নেই বললেই চলে।
তবে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালাতে দেখা গেছে।
চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ই আগস্ট পর্যন্ত বাড়িয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। করোনা সংক্রমণ রোধে ৫ই আগস্ট রাত ১২টা থেকে ১০ই আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।