সোনাইমোড়ী ডেস্ক: জয়পুরহাটে ট্রাকচাপায় নিহত হয়েছেন একজন ও আহত হয়েছেন একজন।
ঘটনাটি ঘটেছে, আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার সময় জয়পুরহাট-নওগাঁ সড়কের তেতুলতলী এলাকায়। নিহতের নাম আবু সালাম ও আহতের নাম সিয়াম।
স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, আবু সালাম নামের এক ব্যক্তি বিয়ের দাওয়াত খাওয়ার উদ্দেশে সকালে মোটরসাইকেলে তার ছেলেকে নিয়ে নওগাঁর বদলগাছির মথুরাপুর যাওয়ার পথে জয়পুরহাটের তেতুলতলীতে নওগাঁগামী একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়।এতে ঘটনাস্থলেই নিহত হন এছাড়াও তার ছেলে আহত হয়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
এবিষয়ে পুলিশ সংবাদ প্রতিনিধিদের জানান, ঘাতক ট্রাকটি দুর্ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে কিন্তু চালক ও হেলপার পালিয়েছে।