এসএম টিভি ডেস্ক: জয়পুরহাটে পাওনা টাকার জের ধরে ভাগনে রাজু আহম্মেদের ছুরিকাঘাতে মামা মোস্তাফিজুর রহমান মোস্তাকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে,আজ বুধবার ১৬ জুন সকাল সাড়ে ৯টার সময় শহরের হারাইল এলাকায়।
স্থানীয়রা জানায়,মোস্তাকের কাছ থেকে তার ভাগিনা রাজু ২০ হাজার টাকা পায়। রাজু টাকা না নিয়ে মামার বাড়ির জায়গা লিখে দিতে বলে। কিন্তু ওই বাড়িটি মোস্তাকের বোনের নামে ছিল। এ জন্য সে দিতে পারেনি। এ ঘটনায় আজ বুধবার সকালে রাজু তার মামার গলায় ছুরিকাঘাত করে। এতে তার মামা মোস্তাকের মৃত্যু হয়।
আরো জানা যায়,এ ঘটনার সময় আসামি রাজু মাথায় টিন লেগে কেটে যায় এবং সে আহত হয়। বর্তমানে রাজু পুলিশের নজরদারিতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।