সোনাইমোড়ী ডেস্ক: জয়পুরহাটে RAB-5 এর অভিযানে ২৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জানা গেছে, আজ রবিবার দুপুরে তাকে আটক করা হয়েছে। আটককৃত আসামির নাম বাবু মিয়া ঠিকানা সদর উপজেলার দক্ষিণ জামালপুর গ্রামের। এবিষয়ে জয়পুরহাট র্যাব সদস্য সোনাইমোড়ী সংবাদকে জানান, জয়পুরহাট সদর উপজেলার জামালপুর বাজার এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদ আসে আমাদের র্যাবের কাছে। এমন সংবাদে মাধ্যমে আমাদের একটি টিম র্যাব সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ীকে আটক করে এসময় তাকে তল্লাশি করে ২৯৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৬শ টাকা উদ্ধার করা হয়। তারপরে সদর থানায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জয়পুরহাটে RAB-5 এর অভিযানে ২৯৩ পিস ইয়াবাসহ আটক ১।
0
624
Previous article
Next article