জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ।
স্থানীয় সময় শনিবার সকাল ৬টার পরে এটি আঘাত হানে। স্থানীয় গণমাধ্যম জাপান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
জাপানের ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করার স্কেলটিতে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭। ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সুনামির ঢেউ এক মিটার উঁচু দিয়ে বইছে। তাই মিয়াগি অঞ্চলের উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।