সোনাইমোড়ী ডেস্ক: জামালপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, জামালপুরের কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্ৰামে।জানা গেছে, শুক্রবার ১২ ই মার্চ সন্ধ্যায় স্বামীর ঘর থেকে ঐ গৃহবধূর মরদেহ ফাঁসিতে ঝুলানো অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্বামীসহ শশুরবাড়ির লোকজন পালিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ১ বছর আগে শুয়াকৈর গ্ৰামের শাহ আলমের সাথে একই উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরআন্দ্রা গ্রামের মেয়ে ঐ নিহত গৃহবধূর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দুজনের মধ্যে মাঝে মাঝে ঝামেলা চলছিল। শুক্রবার দুপুর ২ টার সময় স্থানীয় লোকজন ঘরের মধ্যে ঐ গৃহবধূকে ফাঁসিতে ঝুলতে দেখে খবরটি পুলিশকে জানায়।পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত গৃহবধূর নাম তৃষা খাতুন।
পুলিশ জানায় ঘটনাটি তদন্ত করে সত্যতা যাচাই করে আসামিকে গ্রেফতার করা হবে।