এসএম টিভি ডেস্ক: জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। জানা গেছে,মসজিদের মাইক ঘুরানোর সময় বিদ্যুতায়িত হয়ে রিপন মিয়া নামের এক যুবক ও মসজিদের ভেতরে বসে মাউথপিস ধরে কোরআন তিলাওয়াতরত শিশু মো. আলিফের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে,আজ শুক্রবার ৪ জুন সকালে ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের মুহাম্মদপুর গ্রামে।
স্থানীয়রা এসএম টিভি সংবাদকে জানান,রিপন মিয়া সকালে মসজিদের মাইক ঘুরানোর সময় একটি বৈদ্যুতিক খুঁটির তারে মাইকের স্পর্শ লাগে।
এতে মাইক বিদ্যুতায়িত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় একই ঘটনায় মাইকের তারে বিদ্যুৎ সঞ্চালিত হওয়ায় মসজিদের ভেতরে বসে মাউথপিস ধরে কোরআন তিলাওয়াতরত শিশু আলিফ মারা গেছে বলে জানা গেছে।