মিঠুন বালা, সোনাইমুড়ী ডেস্ক: জেলেদের ট্রলারে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে মাছ,জাল ,জ্বালানী লুট করে নিয়ে যায় ডাকাতের দল। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর রূপারচর সাথে বঙ্গোপসাগরে। গভীর রাতে ডাকাতের দল অস্ত্রের ভয় দেখিয়ে ১২ জেলেকে মাছ, জাল এবং জ্বালানী লুটে নেয়। বরিশালে একজন সোনাইমুড়ী সংবাদ প্রতিনিধি জানাতে পারেন সোমবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতের এ ঘটনাটি ঘটেছে। ট্রলার মালিক ঝন্টু হাওলদার সোনাইমুড়ী সংবাদ প্রতিনিধিদের জানান, গত তিন দিন আগে জসীম মাঝির নেতৃত্বে ১২জন জেলে ওই ট্রলারে বঙ্গোপসাগরে ইলিশ শিকারে যান।
গভীর রাতে জেলেরো রূপার চর সংলগ্ন জলসীমায় পৌছে। এ সময় ৭ থেকে ৮ জনের একটি জলদস্যু ফাইবার বোট নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এ তাণ্ডব চালায়। ট্রলারে থাকা জসিম মাঝি বরিশালটাইমসকে জানান, রাত ১টার দিকে ফাইবার বোটে মুখোশ অবস্থায় তাদের হাত-পাঁ বেঁধে মারধর করে লুট-পাট চালায় ডাকাতরা। জেলেসহ ট্রলারটি ছেড়ে দ্রুত পূর্ব দিকে চলে যায় তারা। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বিষয়টি ক্ষতিয়ে দেখছে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।