এসএম টিভি ডেস্ক: জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮৯ জন।
জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ৬১ জনের মধ্যে সদর উপজেলায় ৪৪ জন, পাঁচবিবি উপজেলায় ১৩ জন এবং আক্কেলপুর উপজেলায় চারজন রয়েছে। কালাই ও ক্ষেতলাল উপজেলায় করোনায় নতুন কোনো শনাক্ত নেই।
গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৪ জনের সংগৃহীত নমুনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং ৪০ জনের আরটিপিসিআর টেস্ট করা হয়। আরো জানা যায়,জয়পুরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ১০ মার্চে।
সেই থেকে আজ পর্যন্ত ১৬ হাজার ২৭৩ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৯৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬১৭ জন।