এসএম টিভি ডেস্ক: জয়পুরহাটে ২ লাখ টাকার জাল নোটসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহষ্পতিবার ২৭শে মে ভোর রাতে কালাই উপজেলার পুনট এলাকা থেকে জাল নোটগুলিসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মানিক আকন্দ,আব্দুর শুকুর আলী প্রামানিক,নায়েব আলী মৃধা ও জাকারিয়া ফকির ।
এবিষয়ে র্যাব জানান, আটককৃত আসামিরা দীর্ঘদিন ধরেই তারা জাল নোট তৈরি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। পুনট হিমাগার এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয় করা হচ্ছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ লাখ টাকার জাল নোটসহ হাতেনাতে তাদের আটক করা হয়। পরে আটকৃতদের বিরুদ্ধে জেলার কালাই থানায় মামলা দায়ের করাসহ তাদের কারাগারে পাঠানো হয়েছে।