এসএম টিভি ডেস্ক: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন চলাকালীন অবস্থায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ সোমবার ৩১ মে সকাল ৬টায় উপজেলার কৈখালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, আজ সোমবার সকাল ৬টায় কৈখালী বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পরে চারদিকে।
এতে একটি ফার্মেসি, একটি ফ্লেক্সিলোডের, দু’টি হার্ডওয়ারের, দু’টি কসমেটিকসের, মুদি ও চায়ের দোকানসহ ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।