সোনাইমোড়ী ডেস্ক: ঝালকাঠির রাজাপুরে করোনা সচেতনতায় মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ।
ঝালকাঠির স্থানীয় সংবাদ প্রতিনিধি জানান, আজ রবিবার সকালে প্রেসক্লাব চত্বরে জেলা পুলিশের উদ্যেগে দিনব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচী পালন করা হয়। এ সময় রাস্তায় চলাচল করা সাধারন মানুষ, রিক্সা চালক, অটোচালকসহ সকল মানুষের মুখে মাস্ক পরিয়ে দেন।
উক্ত কর্মসূচী রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান , মহিলা ভাইস চেয়ারম্যান , রাজাপুর প্রেসক্লাবের সভাপতি ,সাধারণ সম্পাদক এনামুল হোসেন খানসহ স্থানীয় সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।