সোনাইমোড়ী ডেস্ক: ঝালকাঠির রাজাপুরে গরিব ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঝালকাঠির স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান,আজ বৃহস্পতিবার ২২ এপ্রিল সকালে জাগ্রত যুব সমাজ নামে এক স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপজেলার বাছাইকৃত দুই শত ত্রিশ জন অসহায়, অসহায় পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী উপহার হিসেবে তুলে দেন জাগ্রত যুব সমাজের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জাগ্রত যুব সমাজের সভাপতি মো: মুবিনুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, ফরিদুল ইসলাম, ডিওয়াইডিএফ এর সভাপতি সাংবাদিক সাইদুল ইসলাম এবং আলাউদ্দিনসহ আরো অনেকে।