সোনাইমোড়ী ডেস্ক: ঝালকাঠিতে প্রতিবারের মতো এবারও যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
জানা গেছে,মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
এরপরে সকাল ৮ টার সময় স্থানীয় সার্কিট হাউস চত্তরে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার ।
এছাড়া দিনব্যাপী যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে দিবসটি উদযাপনের লক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।