এসএম টিভি ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহত পুলিশ সদস্যের নাম মশিউর রহমান।
তথ্যসূত্রে জানা যায়, আজ সোমবার ভোর সাড়ে ৪টার সময় তার মৃত্যু হয়। তিনি কালীগঞ্জ উপজেলার তত্ত্বিপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এর আগে উপজেলার তত্ত্বিপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকা অবস্থায় করোনার উপসর্গ দেখা দেয় মশিউরের।
এরপর গত ১৮ জুন নমুনা পরীক্ষায় পজেটিভ আসে। ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে তার মৃত্যু হয় বলে জানা গেছে।