সোনাইমোড়ী ডেস্ক: ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে,আজ রবিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে । নিহতের নাম রোকন উদ্দিন ।
স্থানীয়রা সোনাইমোড়ী সংবাদকে জানায়, বাড়ির জমি নিয়ে রোকন উদ্দিন মোল্লা ও শিলু মোল্লা নামের দুই ব্যাক্তির মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে বাড়িতে গোয়াল ঘর নির্মাণ করছিলেন রোকন উদ্দিন। এতে শিলু মোল্লা নামের ঐ ব্যক্তি বাধা দিলে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
বিরোধের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে শিলু মোল্লা রোকন উদ্দিনকে ছুরিকাঘাত করেন। এতে সে গুরুতর আহত হয় পরে অবস্থায় তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ সংবাদ প্রতিনিধিদের জানান,এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।