সোনাইমোড়ী ডেস্ক: ঝিনাইদহে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছে একজন। নিহতের নাম আছিয়া বেগম।
জানা গেছে,আজ শনিবার বেলা ১১টার সময় মোবারকগঞ্জ রেলস্টেশনের অদুরে চাঁচড়া মাঠের মধ্যে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামি সাগরদাড়ি এক্সপেসে কাটা পড়ে নিহত হন। স্থানীয়রা সংবাদ প্রতিনিধিদের জানান, নিহত নারী মানুষিক রোগী ছিলেন।
মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধিকে জানান, খুলনাগামি সাগরদাড়ি এক্সপেসে কাটা পড়ে এক নারী নিহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়।