এসএম টিভি ডেস্ক: ঝিনাইদহ জেলার পৌরসভা এলাকার একটি পুকুর থেকে এক বৃদ্ধের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ২২জুন সকালে শহরের ব্যাপারীপাড়ার জোড়াপুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম জামাল বিহারী।
স্থায়ী সূত্রে জানা গেছে,পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এটি পানিতে ডুবে মৃত্যু নাকি হত্যা এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।