সোনাইমোড়ী ডেস্ক: ঝিনাইদহে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছে এক কিশোরী।
জানা গেছে,আজ বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার কেশবপুর গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম উর্মি।
নিহতের পরিবার সোনাইমোড়ী সংবাদকে জানান, প্রাইভেট পড়ে বাড়িতে এসে চেয়ারে বসে ছিলেন উর্মি। এ সময় পায়ের নিচে থাকা বিদ্যুতের তার পায়ে জড়িয়ে গেলে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।