সোনাইমোড়ী ডেস্ক: ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
জানা গেছে,আজ শনিবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ওই স্থান থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামির নাম মহসিন হোসেন। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাইমোড়ী সংবাদকে জানান, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা থেকে ফরিদপুরে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের মাধ্যমে সদর উপজেলার ভেটেরিনারি কলেজের সামনে চেকপোস্ট অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহ হলে একটি পিকআপভ্যানের গতিরোধ করলে গাড়ি থেকে ২ জন ব্যাক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে মহসীন হোসেন নামের একজনকে আটক করা হয়। পরে গাড়ি তল্লাশি করে উদ্ধার করা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় আসামির বিরুদ্ধে একটি মাদকের মামলা হয়েছে।