এসএম টিভি ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১ কেজি ৬০০ গ্ৰাম ভারতীয় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটককৃত আসামির নাম কিতাবুল ইসলাম। আজ বুধবার ভোর ৪টার সময় উপজেলার অনন্তপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
বিজিবির তথ্যসূত্রে জানা গেছে,ভারত থেকে গাঁজা এনে বাংলাদেশে পাচার করা হচ্ছে এমন সংবাদের মাধ্যমে ভোররাতে অভিযান চালানো হয়। এ সময় কিতাবুলের বাড়ির পেছনের মাঠ থেকে ১ কেজি ৬’শ গ্রাম ভারতীয় গাঁজাসহ তাকে হাতেনাতে জব্দ করা হয়। পরে বিজিবির পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।