সোনাইমোড়ী ডেস্ক: ঝিনাইদহে ৭মার্চ উপলক্ষ্যে ত্রান বিতরণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিমলা-রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির চৌধুরী গরীব অসহায় ও হত দরিদ্র ৯০টি পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ রবিবার ঐতিহাসিক ৭ই মার্চ অনুষ্ঠান উদযাপনের সময় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।বিতরন ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল তেল, সেমাই, চিনি, নুডুলস্ ও মুড়ি। উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার।