সোনাইমোড়ী ডেস্ক: টাঙ্গাইলে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, আজ মঙ্গলবার ৬ এপ্রিল সকালে উপজেলার বাঁশি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম চাঁন মিয়া।
স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, আজ সকালে পুলিশ লাশ উদ্ধারের সময় চান মিয়ার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে। ওই গৃহবধুর দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছুরি, রক্তমাখা বালিশ ও লেপ ঘরের সিড়ি থেকে উদ্ধার করে আলামত হিসেবে থানায় নিয়ে গেছে পুলিশ। সব মিলে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূর পরকীয়ার জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে।
এদিকে এই ঘটনার এলাকাবাসী সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
এঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাইমোড়ী সংবাদকে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ড নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।