সোনাইমোড়ী ডেস্ক: টাঙ্গাইলে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন এক কিশোর।
জানা গেছে,আজ রবিবার সকাল ৯টার সময় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত কিশোরের নাম খসরু।
স্থানীয়রা সোনাইমোড়ী সংবাদকে জানান, পার্শ্ববর্তী বিল থেকে বিদ্যুতের লাইন দিয়ে পানি আনার সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে পরলে জ্ঞান হারিয়ে ফেলে খসরু।
এরপর তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপরে পরে পুলিশ খবর পেয়ে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ময়নাতদন্তের পর রিপোর্টে কোনো ত্রুটি না থাকায় পরে লাশটি পরিবারের কাছে পাঠানো হয়।