এসএম টিভি ডেস্ক: টাঙ্গাইলে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর পেছনে করোনা পরিস্থিতি ও টিকার অপর্যাপ্ততার কথা বলা হলেও কলকারখানা, অফিস, শিল্পপ্রতিষ্ঠান, গণপরিবহণসহ সব কিছুই খোলা আছে।
এক বছরেরও বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা অযৌক্তিক। পহেলা জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান তারা।