সোনাইমোড়ী ডেস্ক: টেকনাফে কোস্টগার্ডের সদস্যরা অভিযান পরিচালনা করে দুই বস্তা ইয়াবা উদ্ধার করেছে। জানা গেছে,বুধবার (১৭ মার্চ) ভোরে রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় ওই অভিযান চালানো হয় এ সময় একটি নৌকায় করে এই বিপুল পরিমান ইয়াবা পাচারকালে কোস্টগার্ড উপস্থিতি টের পেয়ে ফেলে পালিয়ে যায় কারবারিরা।
পরে কোস্টগার্ড পাচারকাজে ব্যবহৃত নৌকাটিও জব্দ করে। তবে পাচারকারিরা এসময় পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ডের এক সদস্য সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধিকে জানান, বুধবার ভাের রাতে মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে ইয়াবার বড় একটি পাচার হয়ে আসার খবর পেয়ে আমাদের একটি দল শাহপরীরদ্বীপে অবস্থান নেয়।
এক সময় নাফ নদীতে দ্রুত গতিতে ইঞ্জিন চালিত নৌকা আসতে দেখে কোস্টগার্ডের সদস্যরা টর্চের আলো ফেলে থামার জন্য নির্দেশ দেন।এসময় শাহপরীরদ্বীপ সামনে সমুদ্র তীরে নৌকাটি ফেলে রেখে পাচারকারীরা পালিয়ে যায়। এতে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া দিলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।পরে নৌকাটি তল্লাশি করে ২ টি বস্তা পাওয়া যায়। বস্তাগুলাে খুলে পাওয়া যায় ২ লাখ ৮০ হাজার ইয়াবা। উদ্ধার করা ইয়াবা গুলো টেকনাফ থানায় পাঠানো হয়।