এসএম টিভি ডেস্ক: টেকনাফের শাহপরীর দ্বীপে কোস্টগার্ডের অভিযান ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ড সদস্যরা সংবাদ প্রতিনিধিদের জানায়, আজ বুধবার সকালে দ্বীপ দক্ষিণপাড়া বেড়িবাঁধের সামনের এলাকায় অভিযান চালানো হয়। গতিবিধি সন্দেহ হলে এক মোটরসাইকেলে আরোহীকে থামানোর নির্দেশ দেয়া হয়।
কিন্তু তিনি আদেশ অমান্য করে পালিয়ে যাওয়ার সময় একটি বস্তা পড়ে যায়। পরে বস্তাটি তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে আটককৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।