সোনাইমোড়ী ডেস্ক: ট্রাকচাপায় নিহত হয়েছেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। নিহতের নাম নারায়ন চন্দ্র ঠিকানা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার । তিনি কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক।
জানা গেছে, তিনি গতকাল রাতে ঢাকা থেকে বাড়িতে ফেরার পথে মাওয়া ঘাটে এসে তিনি হেটে ফেরিতে ওঠার সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ নিহতের পরিবারের কাছে পাঠিয়ে দেয়।