এসএম টিভি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাজার জিয়ারতগামী যাত্রীবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা নিহত হয়েছে একজন ও আহত হয়েছেন অন্তত ৩৫ জন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত ১২টার সময় কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকশাইর এলাকায়।
স্থায়ী সূত্রে জানা গেছে,চট্টগ্রামের মাইজভান্ডারীর মাজারে যাওয়ার জন্য তারা ৪৩ জন নেত্রকোনা থেকে একটি ট্রাকে করে রওনা দেন। ট্রাকটি শুক্রবার রাত আনুমানিক ১২টার সময় কসবা উপজেলার মনকশাইর এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই বৃদ্ধা খোদেজা বেগম মারা যান। আহত হন আরও ৩৫ জন। আহতদের নাম পরিচয় কিছুই জানা যায়নি তবে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।