ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনকে আটক করা হয়েছে। তবে পুলিশের ওপর এ হামলা ও বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন নুরুল ইসলাম নুর। তাকে খোঁজা হচ্ছে।
বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক থেকে মিছিলটি বের হয়ে মুক্তাঙ্গনের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলে বাধা দেয়। এতে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম বাংলানিউজকে জানান বলেন, হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে ।
বর্তমানে পল্টন ও মতিঝিল থানায় মোট ৩৩ জন বিক্ষোভকারী আটক রয়েছেন ।