সোনাইমুড়ী ডেস্ক:ঢাকার কেরানীগঞ্জে র্যাবের বিশেষ অভিযানে পর্নোগ্রাফি ব্যবসায়ী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ২৩ই ফেব্রুয়ারি রাত ১১ টার সময় কেরানীগঞ্জ মডেল থানার ইমামবাড়ী কবরস্থান রোড মোদাচ্ছের মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটককৃত আসামীদের হলেন-১. মোঃ আরিফুল ইসলাম (৩৩), ২. মোঃ পারেভজ আলী (২০), ৩. মোঃ রনি (৩১) ও ৪. মোঃ আব্দুল্লাহ (২৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট ০৩টি মনিটর, ০৩টি সিপিইউ, ০৩টি মাউস, ০৭ টি হার্ডডিস্ক, ০১ টি কী-বোর্ড, ০৫ টি কার্ডরিডার, ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
স্থায়ী সোনাইমুড়ী সংবাদ প্রতিনিধিদের তথ্যসূত্র জানতে চাইলে জানানো হয় কম্পিউটারের মাধ্যমে ভিডিও পর্নোগ্রাফি সংরক্ষন ও বিক্রয় করার অপরাধে বিশেষ অভিযান চালিয়ে তারা চারজনকে আটক করে। র্যাবের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এই অভিযান আরো অব্যাহত থাকবে।