তুমি
জান্নাত নভেরা
তুমিই কি আমার সেই প্রিয়তম সে?
না সে তো রাত্রিবেলার জোনাকি পোকার আবছা আলো।
সে তো দিনের বেলার সুরজের মত তপ্ত আলো,
সে তো আমার।
তোমাকে খুজিবার তরে আমি কাংগাল।
তোমাকে পাবার তরে আমি অমর।
আমি তো তোমার সেই প্রিয়তম সে।।
আমি তোমার
আসমান নদী এক হলেও আমি তোমার ,
ওগো আমি তো তোমারই।।