সোনাইমোড়ী ডেস্ক: সৌদি আরবগামী যাত্রীর ব্যাগে মধ্যে আচারের কৌটার ভিতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ একজন সৌদিগামী যাত্রী আটক।
জানা গেছে,আজ সোমবার গালফ এয়ারের একটি ফ্লাইটে ঢাকা থেকে ভোর রাত ৫টা ৪০ মিনিটে বাহরাইন হয়ে সৌদি আরবে যাওয়ার কথা ছিল রাকিব হোসেনের নামের এক ব্যক্তি।
আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালে এলে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা তাকে তল্লাশি করে। এ সময় তেঁতুলের আচারের দুটি কৌটার মধ্যে থেকে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায় আনুমানিক যার মূল্য হবে প্রায় ৫০ লাখ টাকা।
আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জিজ্ঞাসা করলে উত্তরে বলেন নাজমুল নামের ট্রাভেল এজেন্সির এক ব্যক্তি তাকে এই ইয়াবাসহ আচারের কৌটা তাকে দিয়েছিলেন। পুলিশ সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধিকে জানান,এ ঘটনায় আসামি রাকিব হোসেনের নামে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।