এসএম টিভি ডেস্ক:আজ থেকে লকডাউন শিথিল হওয়ায় সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে চলতে শুরু করেছে গণপরিবহন।
আজ ১১ই আগস্ট বুধবার সরকারি বিধিনিষেধ মেনে চালু হয়েছে গণপরিবহন, অফিস, আদালতসহ সকল ধরণের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। ফিরতে শুরু করেছে পুরনো সেই কোলাহল।
স্বাস্থ্যবিধি মেনে সকল আসনে যাত্রী নিয়ে পূর্বের ভাড়ায় চলাচল করছে বাস।
পূর্বের ভাড়ায় যাতায়াত করতে পারায় খুশী যাত্রীরাও।
একই অবস্থা ট্রেন ও লঞ্চ ঘাটেও।
সকাল ১০ টা থেকে খুলতে শুরু করেছে দোকানপাট, মার্কেটগুলো।
এদিকে, রাজধানীর বাইরেও বিভিন্নস্থানে চলাচল শুরু হয়েছে গণপরিবহন।
এর আগে গত ৮ই আগস্ট রবিবার সরকারি বিধি নিষেধ শিথিল প্রজ্ঞাপনে উল্লেখ করা ছিল,স্বাস্থ্যবিধি মেনে অফিস আদালত খোলার পাশাপাশি সব আসনে যাত্রী নিয়ে গণপরিবহন চলার অনুমতি দেয়া হয়। এছাড়া, শপিংমল, মার্কেট ও হােটেল-রেস্তোরাঁ খোলা রাখার ব্যাপারেও বিধিনিষেধ শিথিল করা হয়।