এসএম টিভি ডেস্ক: বেলা ১২টা থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি। এতে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। অল্প বৃষ্টিতেই সড়কে পানি জমে যাওয়ায় বেশ কয়েকটি এলাকায় যানজট দেখা গেছে। বৃষ্টি ও যানজটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঘর থেকে বের হওয়া মানুষদের।
বৃষ্টি শেষে রাজধানীর মিরপুর, ফার্মগেট, গুলিস্তান, ফুলবাড়িয়া, জিরো পয়েন্ট, পল্টন, প্রেস ক্লাব, বিজয় নগর, কাকড়াইল, শান্তিনগর, মালিবাগের আশেপাশের সড়কে যানজট দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষেরা।