প্রাযুক্তিক পৃথিবীতে ‘থ্রিডি’ শব্দটি এখন আর কারো কাছে অপরিচিত নয়। থ্রিডি মুভি, অ্যানিমেশন কিংবা গেমসের সুবাদে সবার কাছেই অতিপরিচিত এই শব্দ।
হলিউডের অসংখ্য থ্রিডি সিনেমা হয়তো রাজধানীর কোনো সিনেপ্লেক্সে বসে অনেকেই দেখে থাকবেন। তাদের কাছে হয়তো এই প্রযুক্তি এখন খুব সাদামাটাই।
কিন্তু বাংলা ভাষায় কোনো সিনেমা কি এরআগে থ্রিডি প্রযুক্তিতে দেখেছেন কোনো দর্শক?
সরাসরি এর উত্তর ‘না’। কারণ বাংলা ভাষায় প্রথম থ্রিডি সিনেমা ‘অলাতচক্র’ যে মুক্তি পেল শুক্রবার (১৯ মার্চ)! সিনেমা নিয়ে আলোচনা থাকবে, থাকবে সমালোচনাও- তবে বাংলাদেশের সিনেমার ইতিহাসে প্রযুক্তির নতুন এই সংযোজনের কারণে এই দিনটি যে আলাদা করে উচ্চারিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই!
প্রখ্যাত সাহিত্যিক আহমদ ছফার আলোচিত উপন্যাস ‘অলাতচক্র’ অবলম্বনে একই নামে ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা হাবীবুর রহমান।
শুক্রবার (১৯ মার্চ) অলাতচক্র ছবিটি দেশের ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলো। রাজধানী ঢাকার মধ্যে বসুন্ধরায় অবস্থিত স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার, এস কে এস টাওয়ার, যমুনা ব্লক বাস্টার, শ্যামলী সিনেমা হলের মতো শীর্ষস্থানীয় প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে ছবিটি।
এছাড়া ঢাকার বাইরে অলাতচক্র মুক্তি পেয়েছে নারয়াণগঞ্জের শীতাতপ নিয়ন্ত্রিত সিনেস্কোপ, চট্টগ্রামের সুগন্ধা ও সিলভার স্ক্রীন, খুলনার সঙ্গীতা, কক্সবাজারের স্কাই ভিউ, ময়মনসিংহের পূরবী, দিনাজপুরের মডার্ন, বরিশালের অভিরুচি, রংপুরের শাপলা, সাভারের সেনা অডিটোরিয়াম, জয়দেবপুরের বর্ষা এবং শ্রীপুরের চন্দ্রিমা সিনেমা হলে।