সোনাইমোড়ী ডেস্ক: দিনাজপুরে বিজিবির গুলিতে নিহত হয়েছে এক যুবক। স্থানীয় সংবাদ প্রতিনিধি জানান, ওই যুবক পুকুরের মাছের খাবার কিনতে গতকাল হিলি যায় খাবার কিনে আসার সময় বিজিবি সন্দেহ ভাবে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায় এবং সন্দেহ মূলক ভাবে নির্যাতন করে একপর্যায়ে ওই যুবক মারা যায়।
তারপর লাশটি ফেলে হাসপাতালে নিলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। তখন লাশটি হিলি থানায় হস্তান্তর করেন। এদিকে বিজিবি সংবাদ প্রতিনিধিদের জানান, ওই যুবক একজন মাদক ব্যবসায়ী। কিন্তু এলাকাবাসীর দাবি সে একজন ভালো মানুষ এবং পুকুরে মাছ চাষ করে এছাড়াও তার কয়েকটি মুরগির খামার রয়েছে।
জানা গেছে ওই যুবকের নাম সাবু পেশায় একজন মাছ ব্যবসায়ী। পরিবার ও এলাকাবাসীর দাবি যুবক সাবু নিরঅপরাধ তাকে বেআইনি ভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে তাই এই মৃত্যুর মামলর জন্য লড়তে সবোর্চ্চ আদালতে যেতে চায় । নিহত সাবুর পরিবার এলাকাবাসী এই হত্যার বিচার চায়।