সোনাইমোড়ী ডেস্ক: দিনাজপুরে মোটরসাইকেলের সাথে নসিমনের সংঘর্ষে নিহত হয়েছে এক কলেজ ছাত্র। দিনাজপুরের স্থানীয় সংবাদ প্রতিনিধি জানান, দিনাজপুরের খানসামা উপজেলায় নসিমন ও মোটরসাইকেল সংঘর্ষে নাসিম ইসলাম নামের একজন কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে রবিবার ২৮ ই ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টার সময় উপজেলার গোয়ালডিহি সড়কে। প্রত্যক্ষদর্শীরা জানান,রবিবার সন্ধ্যা ৬ টার সময় লাইসেন্স বিহীন একটি নসিমনের সাথে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে নাসিম ইসলাম নামের ঐ কলেজ ছাত্র গুরুতর আহত হয় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে চিকিৎসক নাসিম ইসলামকে মৃত্যু ঘোষণা করেন। জানা গেছে নিহত নাসিম ইসলামের ঠিকানা আংগারপাড়া ইউনিয়নের গুন্দুশাহ গ্ৰামে।