সোনাইমুড়ী ডেস্ক: দিনাজপুরের বিরামপুরে ৬০ পিস ইয়াবা ও ২০০ গ্ৰাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নাম ফরিদুল ইসলাম ঠিকানা বিনাইল ইউনিয়নের কুন্দন গ্রাম।
এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ প্রতিনিধিদের জানান, বিনাইল উপজেলার কুন্দন গ্রামের আসামি ফরিদুল ইসলাম তার নিজ বাড়ীতে মাদকদ্রব্য রেখে ব্যবসা করছে এমন গোপন সংবাদের মাধ্যমে শুক্রবার গভীর রাতে আমাদের পুলিশ টিম আসামি ফরিদুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ আসামি ফরিদুল ইসলামকে আটক করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামি ফরিদুল ইসলামের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে আজ সকালে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।