দেখা হবে
আনিকা মীম
এই শীতে নিশ্চয় তোমার সাথে দেখা হবে
এই শীতে নিশ্চয় তোমার সাথে দেখা হবে
কুয়াশাচ্ছন্ন আবছা সন্ধ্যায়।
তোমার বাড়ির ব্যালকনিতে বসে
তোমার হাতের ধোঁয়া ওঠা
এক কাপ কফি খাওয়ার বড়ো সাধ।
কতো দিন দেখা হয় না, কথাও হয় না।
স্মৃতির পাখিরা হৃদয়ে তোলে কষ্টের ঝড়
কস্তুরী মন শুধু ছুটে যেতে চায়-
মনটা কেবলই উঁকি ঝুঁকি দেয়, জমা হয় কালো মেঘ
রোদেলা দুপুরে দু’চোখে নামে টুপটাপ কষ্টের বকুল।
শীত এলেই এবার নিশ্চয় দেখা হবে।
তোমার সেই আর এক অভ্যাস
রাত গভীর হয়ে এলে আমাকে একা বের হতে দিতে না।
এখনও যদি তুমি বদলে না যাও
যদি খুব বেশি জোর করো
তবে একটা শীতের রাত
তোমার বাড়িতে কাটানো খুব বেশি ইচ্ছে।
ধরে নিতে পারো এই শীতের রাতটাই হবে
তোমার আমার সম্পর্কহীন জীবনের শেষ রাত।
নেপথলিন মোড়ানো তোমার নকশি কাঁথা, লেপ আর
কাপাশ তুলোর কোল বালিশটি রোদে শুকিয়ে রেখো।
এই শীতে নিশ্চয় তোমার সাথে দেখা হবে।