সোনাইমোড়ী ডেস্ক: দেশে আজকে রাতের তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, আবহাওয়াবিদদের ভাষায় তাপমাত্রা ৩৬ ডিগ্রির উপরে গেলে সেটাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়।
সেই অর্থে তাপপ্রবাহই চলছে। কিন্তু সেটা স্থায়ী না হওয়ায় কোনো সতর্কতা দিচ্ছে না আবহাওয়া অফিস।
অসহনীয় গরমের মুখে পড়ছে যাচ্ছে দেশবাসী। এখন পর্যন্ত মৌসুমের সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে।আজ শুক্রবার (১৯ মার্চ) আবহাওয়া অধিদফতর তথ্যসূত্রে জানা গেছে, আজকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এরপরে তিন দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।
এছাড়াও অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা উঠে এসেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। সেইসাথে আগামী ৩ দিন তাপমাত্রা বৃদ্ধি একটুকরে বৃদ্ধি পেতে থাকবে।