এসএম টিভি ডেস্ক: আবারও করোনায় আক্রান্ত বাহাউদ্দিন নাছিম। দ্বিতীয়বারের মত করোনা আক্রান্ত হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। গতকাল বুধবার ১৬ জুন তার করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গেছে।
তথ্যসূত্রে জানা গেছে,তিনি বর্তমানে ডাক্তারের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন।
তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আজ বৃহস্পতিবার ১৭ জুন রাজধানীর একটি হাসপাতালে করোনা টেস্ট করতে দিয়েছেন।
এর আগে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। আ ফ ম বাহাউদ্দিন নাছিম করোনা টিকার দুটি ডোজ নিয়েছিলেন।