এসএম টিভি ডেস্ক: নওগাঁর রাণীনগরে এক চায়েরে দোকানে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম গাঁজা ও দেড় গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামির নাম আব্দুস সামাদ। গত মঙ্গলবার রাতে উপজেলার মালশন বাজার থেকে তাকে আটক করা হয়।
এবিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম টিভি সংবাদকে জানান, উপজেলার মালশন বাজারে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসা করেন আব্দুস সামাদ প্রামাণিক নামে একজন। এমন গোপন সংবাদের মাধ্যমে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুস সামাদ পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
পরে আটক আব্দুস সামাদের দেওয়া তথ্য মতে তার দোকানঘর তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা ও দেড় গ্রাম হেরোইন উদ্ধার এবং মাদক বিক্রয়ের ৯০০ টাকা জব্দ করা হয়। আটককৃত আব্দুস সামাদের বিরুদ্ধে মাদক মামলা করে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান।