এসএম টিভি ডেস্ক: নওগাঁয় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৮ জন ও নতুন করে মৃত্যু ২ জনের। সিভিল সার্জন কার্যালয় তথ্যসূত্রে জানা গেছে, মারা যাওয়া দুজন হলেন বদলগাছীর খলসি গ্রামের দেলোয়ার হোসেন ও আত্রাইয়ের চৌরবাড়ি গ্রামের রাজিয়া বেগম।
গত বৃহস্পতিবার দেলোয়ার হোসেন ও রাজিয়া বেগমের করোনা শনাক্ত হয়। শনিবার বিকেলে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের মৃত্যু হয়। রাতে নিজ বাড়িতে মৃত্যু হয় করোনায় আক্রান্ত রাজিয়ার।
আরো জানা যায়,২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪৮ জনের মধ্যে সাপাহার উপজেলায় ১০ জন, নিয়ামতপুরে ৯, নওগাঁ সদর, রানীনগর ও মান্দায় ৫ জন করে, মহাদেবপুর ও পত্নীতলায় ৪ জন করে এবং বদলগাছী ও পোরশায় ৩ জন করে রয়েছে।
নওগাঁয় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ২৩ এপ্রিল। এ পর্যন্ত ১৮ হাজার ৭৩৮ নমুনা পরীক্ষায় ২ হাজার ৮৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় ৫১ জনের মৃত্যু হয়।