সোনাইমোড়ী ডেস্ক:নড়াইলে ১৫ লিটার মদ ও ১০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার ৪ ই মার্চ রাতে নড়াইলে কালিয়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, রবি দাস(৩৫),রানী দাস (২৮) এবং প্রদীপ কুমার (৩৩)। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ প্রতিনিধিদের জানান, আটককৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সাথে জড়িত ।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।