এসএম টিভি ডেস্ক:গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গে ১৬ জনের মৃত্যু হয়েছে যা মহামারির মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর। হাসপাতালের তথ্যমতে, মৃত্যুবরণকারীদের মধ্যে ৯ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
রাজশাহীর ৬ জন আর একজন নওগাঁর বাসিন্দা। এ নিয়ে এক সপ্তাহে রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হলো ৬৪ জনের। বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যু ঘটছে শরীরে অক্সিজেন স্বল্পতায়। হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৫ জন চাঁপাইনবাবগঞ্জের, ১৩ জন রাজশাহীর, পাবনার ৩ ও নাটোরের ১ জন।